মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আবে ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হওয়ার মাধ্যমে তাঁর মধ্যপ্রাচ্য সফর আরম্ভ করেছেন।

গতকাল সৌদিতে পৌঁছার পর আজ আবে, রাজধানী রিয়াদের একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

আবে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি, অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কাজ করে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উত্তেজনা হ্রাস ও পরিস্থিতি স্থিতিশীল করতে জাপান ধৈর্য সহকারে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখে যাবে বলে উল্লেখ করেন।

আবে, সৌদি আরবকে আরব বিশ্ব ও ইসলামের নেতা হিসেবে অভিহিত করে দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।

প্রিন্স ফায়সাল, আঞ্চলিক পরিস্থিতিকে স্থিতিশীল করা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা উভয় দেশ অংশীদার করে বলে উল্লেখ করে জাপানের সঙ্গে অব্যাহত ভাবে কাজ করে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।

আবে, এই অঞ্চলে জাপানের আত্মরক্ষা বাহিনীর বিমান ও একটি ডেস্ট্রয়ার প্রেরণের বিষয়ও ব্যাখ্যা করেন।

তিনি, জাপানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ করাই হচ্ছে এই প্রেরণের লক্ষ্য বলে জানান।

প্রিন্স ফায়সাল, জাপানের গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা দেশগুলোর দায়িত্ব বলে নিজের মতামত প্রকাশ করেন।