তাহারা শহরে সরষে ফুলের উৎসব শুরু
মধ্য জাপানের ‘আইচি’ জেলার তাহারা শহরে, নানোহানা মাৎসুরি বা সরষে ফুলের উৎসব শুরু হয়েছে। তাহারা শহরের ১৯ হেক্টর অব্যবহৃত কৃষিভূমিতে প্রায় ১ কোটি ১০ লাখ সরষে ফুল গাছের চাষ করা হয়। বছরের প্রায় এই সময়ে, সরষে ফুল ফোটে।
বর্তমানে প্রায় ৭০ শতাংশ সরষে ফুল প্রস্ফুটিত হয়েছে। আগামী মাসে পূর্ণ প্রস্ফুটিত হলে ১০টিরও বেশী খেতকে উজ্জ্বল হলুদ রঙ্গের গালিচা আচ্ছাদিত বলে মনে হবে। তখন দর্শকরা, বসন্ত শুরু হওয়ার আগেই বসন্তের আমেজ উপভোগ করতে পারবেন।
আগামী ৩১শে মার্চ পর্যন্ত এই উৎসব চলবে। তখন সরষে ফুলের খাবার, সরষে ফুল সাজানো বিদ্যার ক্লাস এবং অন্যান্য অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।