২০১৯ সালে জাপানে বিদেশী পর্যটকের সংখ্যায় নতুন রেকর্ড

জাপানে বিদেশী পর্যটকের সংখ্যা পর পর সাত বছরের মত রেকর্ড মাত্রায় পৌঁছেছে।

পর্যটন মন্ত্রী জানিয়েছেন, গতবছর জাপান বিদেশ থেকে আগত প্রায় ৩ কোটি ২০ লক্ষ পর্যটককে স্বাগত জানিয়েছে।

এদের মধ্যে অনেকেই হলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইওরোপ থেকে আগত রাগবি ভক্ত যারা রাগবি ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে জাপানে এসেছিলেন।

সস্তায় টিকিট দেয় এমন বিমান কম্পানির নতুন নতুন রুটে বিমান চালানোর সুযোগ নিয়ে চীন ও দক্ষিণপূর্ব এশিয়া থেকেও জাপান বেড়াতে এসেছেন বহু লোক।

তবে গতবছর পর্যটক সংখ্যায় বৃদ্ধির হার ছিল এর আগের বছরের তুলনায় কিছুটা মন্থর। জাপানে আসা পর্যটকের সংখ্যা গতবছর বৃদ্ধি পায় দুই শতাংশের কিছু বেশি। দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্কের অবনতি ঘটায় সেদেশ থেকে আসা পর্যটকের সংখ্যা হ্রাস পেয়েছে।

এবছর জাপানে গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক অনুষ্ঠিত হবে। সেই পটভূমিতে জাপান আশা করছে চলতি বছর দেশে পর্যটকের সংখ্যা ৪ কোটিতে বৃদ্ধি পাবে এবং এই সংখ্যটি হবে গতছরের চেয়ে ২৫ শতাংশ বেশি।