২০১৯ সালে গাড়ির বাজারে ছোট গাড়ির প্রাধান্য

২০১৯ সালে জাপানে সর্বোচ্চ বিক্রি হওয়া নতুন গাড়ির শীর্ষ চারটি মডেলই ছিল ছোট গাড়ির।

প্রায় ২ লক্ষ ৫৩ হাজার ইউনিট বিক্রির মধ্যে দিয়ে হোন্ডা এন-বক্স টানা তিন বছর ধরে সর্বোচ্চ অবস্থানে থাকার সম্মান অর্জন করেছে। আর প্রায় ১ লক্ষ ৭৫ হাজার গাড়ি বিক্রির মধ্যে দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দাইহাতসু’র তান্তো। অন্যদিকে, প্রায় ১ লক্ষ ৬৬ হাজার ইউনিট বিক্রির মাধ্যমে তৃতীয় অবস্থানে ছিল সুযুকির স্পেসিয়া, এবং প্রায় ১ লক্ষ ৬০ হাজার ইউনিট বিক্রির মাধ্যমে নিসানের ডায়েয চতুর্থ স্থান দখল করে।

ছোট গাড়ীগুলো বিক্রির শীর্ষ ১০টি স্থানের মধ্যে মোট পাঁচটি স্থান দখল করেছে। ক্রেতারা গাড়ীর অভ্যন্তরের বড় স্থান এবং স্বয়ংক্রিয় ব্রেক ব্যবস্থার মত অনেক নিরাপত্তা উপকরণ থাকা মডেলগুলো পছন্দ করেছেন।

ছোট গাড়ীগুলো সাধারণত প্রথাগতভাবে পরিবারের দ্বিতীয় গাড়ি হিসেবে জনপ্রিয়। তবে শিল্প পর্যবেক্ষকরা বলছেন, চালকরা ক্রমবর্ধমানভাবে সেগুলোকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন।

তারা বলছেন, এর কারণ এগুলোর নিরাপত্তা ব্যবস্থাসমূহ এখন বড় গাড়ীর সমমানের হয়ে উঠেছে।

এদিকে, যে গাড়িটি ছোট না হয়েও বিক্রির শীর্ষে ছিল, সেটি হল টয়োটার হাইব্রিড গাড়ি প্রিয়ুস, ক্রমতালিকায় যার স্থান ছিল পঞ্চম।