টোকিও’তে শেয়ার মূল্য পূর্বাবস্থায় ফিরতে শুরু করেছে
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য একটি সামরিক সংঘাতের সম্ভাবনার উদ্বেগ হ্রাস পাওয়ায় গতকালের মূল্য ধ্বস থেকে ঘুরে দাঁড়ানোর জন্য টোকিও শেয়ার বাজারে আজ ব্যাপক দর বৃদ্ধি ঘটে।
আজ নিক্কেই গড় সূচক গতকাল থেকে ৫শ ৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৩ হাজার ৭শ ৩৯ পয়েন্টে দিনশেষ করে।
বাজারে অংশগ্রহণকারীরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার পর ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে সতর্কতা সহজ হয়ে আসে।
আর এর ফলে ডলারের বিপরীতে ইয়েনের দুর্বল হয়ে পড়ার মাঝে বিনিয়োগকারীরা বিক্রিত শেয়ার পুনরায় কিনে নেয়ায় এশিয়া জুড়ে শেয়ারের মূল্য বৃদ্ধি ঘটে।
তবে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির অনিশ্চয়তার কারণে অপেক্ষা এবং দেখার মনোভাব অব্যাহত থাকবে বলে তারা মনে করেন।