ইরানের দশটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইরাকে মোতায়েন মার্কিন সামরিক বাহিনী ও কোয়ালিশন বাহিনীকে লক্ষ্য করে ইরান দশটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে।

ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বলছে এটা ছিল যুক্তরাষ্ট্রের দেশের সর্বোচ্চ সামরিক অধিনায়ক কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ।

পেন্টাগন বলছে স্থানীয় সময় বুধবার রাত দেড়টার দিকে ইরাকে অন্তত দুটি ঘাঁটির উপর হামলা চালানো হয়।

ইরানের সরকারের সাথে সম্পর্কিত ফার্স বার্তা সংস্থা তিন মিনিটের ভিডিও ফুটেজ প্রচার করে, যেখানে দৃশ্যত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা দেখানো হয়েছে।

ইরানি বার্তা সংস্থার ভিডিওতে ক্ষেপণাস্ত্রের পশ্চিম ইরাকে অবস্থিত আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে আঘাত হানা দেখানোর চেষ্টা করা হয়েছে। ইরাকের একটি টেলিভিশন স্টেশন বলছে ষোলটি ক্ষেপণাস্ত্র কিংবা রকেট ঘাঁটিতে নিক্ষেপ করা হয়।

পেন্টাগন বলছে কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত আরবিলের আরেকটি ঘাঁটিকেও লক্ষ্য ধরে নেয়া হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার বার্তায় বলেছেন ক্ষয়ক্ষতি ও হতাহতের হিসাব করে দেখা হচ্ছে। তবে তিনি আরও উল্লেখ করেন যে এপর্যন্ত সবকিছু হচ্ছে ভাল।