ইরান চালানো হামলার কারণে টোকিওতে শেয়ারের মূল্য পতন

ইরাকে মোতায়েন মার্কিন এবং জোট বাহিনীকে লক্ষ্য করে ইরানের চালানো হামলার পর টোকিও শেয়ার বাজারে বুধবার শেয়ারের মূল্য হ্রাস পেয়েছে।

নিক্কেই গড় শেয়ারের মূল্য অল্প সময়ের জন্য সকালের লেনদেনে ৬০০ পয়েন্টের বেশি হ্রাস পেয়ে নভেম্বর মাসের পর থেকে প্রথমবারের মত ২৩ হাজার পর্যায়ের নীচে চলে যায়।

তবে পরে শেয়ারের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়ে ২৩ হাজার ২০৪ পয়েন্টে দিন শেষ করে যা হল গতকালের তুলনায় ৩৭০ পয়েন্ট কম।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি বৃদ্ধি করতে পারে বলে দেখা দেয়া উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা বিক্রয়াদেশ দেন।

তবে পরে ইরান যুদ্ধ চায় না বা উত্তেজনা বৃদ্ধি করতে চায় না বলে সরকারী পক্ষের পোস্ট করা টুইট বার্তার পর দুপুরের লেনদেনের সময় শেয়ারের মূল্যে সামান্য পুনরুদ্ধার লক্ষ্য করা যায়।

বাজার সূত্রসমূহ বলছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার সকাল এক বিবৃতি দেবেন বলার পর বিনিয়োগকারীরা পরিস্থিতির উপর নজর রাখছে।