শীতল নদীতে শীতকালীন কারাতে অনুশীলন
পশ্চিম জাপানের কারাতে উৎসাহীদের একটি দল একটি নদীতে মধ্য শীতের এক বার্ষিক অনুশীলনে অংশ নেয়ার জন্য শীতের তীব্রতা উপেক্ষা করেছেন।
ওয়াকাইয়ামা জেলার শিনগু শহরে ঐ দলটি প্রতিবছর অনেকটা এই সময়ে অনুশীলনের আয়োজন করে।
৫ থেকে ৭৭ বছর বয়সী প্রায় ৩০ ব্যক্তি শীতল বায়ু বয়ে যাওয়া কালীন ধীরে ধীরে কুমানো নদীতে প্রবেশ করেন।
অংশগ্রহণকারীরা পানিতে দাঁড়িয়ে চিৎকার করে উপর্যুপরি সামনের দিকে হাতের প্রক্ষেপণ’সহ অন্যান্য পদ্ধতির অনুশীলন করেন।
প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বলে, সে খুব অনুপ্রাণিত বোধ করছে এবং প্রত্যাশা করছে যে একটি জাতীয় প্রতিযোগিতার ম্যাচে সে জয়লাভ করবে।