ইরান প্রতিশোধ নিলে দেশের ৫২টি স্থানে আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধ নেয়ার হুমকির কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন।

গতকাল টুইটার বার্তায় ট্রাম্প উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র ইরানের ৫২টি স্থানে লক্ষ্য ঠিক করে রেখেছে, মার্কিন নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রের সম্পদের উপর ইরান আঘাত হানলে যেসব জায়গায় হামলা চালানো হবে। তিনি বলেছেন কিছু কিছু লক্ষ্য হচ্ছে “খুবই উচ্চ পর্যায়ের এবং ইরান ও দেশের সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ।”

ট্রাম্প পরে এক টুইটার বার্তায় বলেছেন, “ওরা আমাদের উপর হামলা করেছে এবং আমরা পাল্টা আঘাত হেনেছি। ওরা আবারও আঘাত করলে, যা না করার পরামর্শ আমি দেব, এর আগে যেমন আঘাত কখনও ওরা পায়নি তার চাইতে আরও কঠিন আঘাত আমরা ওদের উপর চালাবো।”

টুইট বার্তায় তিনি আরও লিখেছেন, “যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জামের পেছনে মাত্র কিছুদিন আগে দুই লক্ষ কোটি ডলার খরচ করেছে। আমরা হচ্ছি সবচেয়ে বড় এবং সারা বিশ্বে অনেক এগিয়ে থাকা সেরা! মার্কিন ঘাঁটিতে কিংবা কোন মার্কিন নাগরিকের উপর ইরান হামলা চালালে সর্বাধুনিক কিছু চমৎকার সেইসব যন্ত্রপাতি ওদের পথে আমরা পাঠাবো এবং কোনরকম দ্বিধা না করে তা করবো!”

যুক্তরাষ্ট্র প্রায় ৩,০০০ সৈন্য মধ্যপ্রাচ্যে পাঠানোর পরিকল্পনা করছে। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস গতকাল খবর দিয়েছে যে এদের কিছু অংশকে কুয়েতে প্রেরণ করা হয়েছে।