টোকিওতে খোলা হচ্ছে প্রমোদতরী টার্মিনাল

এ গ্রীষ্মে টোকিওতে অলিম্পিক এবং প্যারালিম্পিক অনুষ্ঠিত হওয়া উপলক্ষ্যে শহরটির সমুদ্র উপকূলে প্রমোদতরীর জন্য একটি নতুন টার্মিনাল খোলা হবে।

অলিম্পিক শুরু হওয়ার ঠিক দশ দিন পূর্বে ১৪ই জুলাই টোকিও ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল কার্যক্রম শুরু করবে।

বিশ্বের সর্বাপেক্ষা বড় প্রমোদ তরীগুলোতে আকৃষ্ট করার আশায় টোকিও মেট্রোপলিটন কর্তৃপক্ষ ৩৬ কোটি ডলারেরও বেশি ব্যয়ে স্থাপনাটি নির্মাণ করছে।

জাপানে প্রমোদ তরীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বন্দর তৈরির আহবানের মধ্যে এই প্রকল্পটি শুরু হয়েছিল।

টোকিও কর্তৃপক্ষ আশা করছে টার্মিনালটি খোলার পর ৬ মাসেরও বেশি সময়ে ১ লক্ষ ৮০ হাজার লোক এটি ভ্রমণ করবে। কর্তৃপক্ষ আরও জানাচ্ছে বড় প্রমোদতরীতে ভ্রমণ ১৮ লক্ষ ডলারের অর্থনীতির সম্প্রসারণ ঘটাবে।