কার্যকর হচ্ছে জাপান-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি

জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত নতুন একটি বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হয়েছে।

জাপান দেশের বাজার মার্কিন খামার পণ্যের জন্য এমন এক পর্যায় পর্যন্ত উন্মুক্ত করবে, যা কিনা আন্তঃ প্রশান্ত মহাসাগর অংশীদার চুক্তির পরিসর অতিক্রম করবে না।

মার্কিন গো মাংসের উপর আরোপিত জাপানের শুল্ক ৩৮.৫ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২৬.৬ শতাংশে দাঁড়াবে। করের এই হার শেষ পর্যন্ত ৯ শতাংশে নেমে যাবে।

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মত হয়েছেন যে জাপানের মোটরগাড়ির উপর শুল্ক বৃদ্ধি করা থেকে ওয়াশিংটন বিরত থাকবে।

জাপানের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট একই সাথে মোটরগাড়ি ও মোটরগাড়ির যন্ত্রাংশের উপর আরোপিত কর নিয়ে আলোচনা অব্যাহত রাখতেও সম্মত হয়েছেন। জাপান চাইছে যুক্তরাষ্ট্র যেন শুল্ক তুলে নেয়। ওয়াশিংটন এবং টোকিও চার মাস সময়ের মধ্যে পরবর্তী দফার আলোচনা শুরুর পরিকল্পনা করছে।

জাপান সরকার মুক্ত বাণিজ্য জোট আরও সম্প্রসারিত করে নেয়ায় মুখ্য ভূমিকা পালন করতে চাইছে। এসব প্রচেষ্টার মধ্যে দ্রুত এক সময়ের মধ্যে আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদার চুক্তি সম্পাদন এবং বিশ্ব বাণিজ্য সংগঠনের সংস্কার প্রত্যাশাও অন্তর্ভুক্ত আছে।