ওকিনাওয়ার শুরি দুর্গে ছোট আকারে নববর্ষ উদযাপন
ওকিনাওয়ার শুরি দুর্গে ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপন ছোট আকারে পালন করা হচ্ছে। অক্টোবার মাসের শেষ নাগাদ আগুন লেগে ধ্বংস হয়ে গিয়েছিল দুর্গের প্রধান ভবন।
বার্ষিক এই উৎসব পূর্নাঙ্গ ভাবে পালিত হওয়ার সময়, রিউকিয়ু রাজবংশের সময়ে পালিত এক প্রথা পুনরায় নির্মাণ করা হয়েছিল। উনিশ শতকের শেষ পর্যন্ত প্রায় সাড়ে চারশো বছর ধরে বর্তমান ওকিনাওয়া নামে পরিচিত এলাকা সহ চারিপাশের এলাকাগুলোতে শাসন করত এই রাজবংশ।
বুধবার দুর্গের ফটকের কাছাকাছি এই বছরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণত এই অনুষ্ঠান দুর্গের সামনের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে থাকে তবে আগুন লাগার পর থেকে ঐ এলাকায় প্রবেশ নিষিদ্ধ রয়েছে।
ঘন্টার গং শব্দ সহ তুর্যধ্বনির সাথে ফটক খুলতে দেখা যায় এবং এর পরে পরেই উজ্জ্বল লাল রঙের রাজা-রাণীর পোশাক পরে দুই ব্যক্তি বেরিয়ে আসেন।
দর্শনার্থীদের মধ্যে একজন জানান যে রাণীর সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গেছেন।পর্যটক হিসাবে দুর্গটি দর্শনের মাধ্যমে তিনি এর পুর্নগঠন প্রচেষ্টায় সাহায্য করতে আগ্রহী বলে জানান।