নববর্ষ উপলক্ষে জাপানের নাগোইয়ায় বিশাল কেক উৎসব

আগামী বছর সুস্বাস্থ্য এবং প্রচুর ফসল উৎপাদন নিশ্চিতে মধ্য জাপানের এক মন্দিরে বিরাট আকারের চালের কেক ভোগ দেয়া হয়েছে।

নাগোইয়া শহরের আতসুতা জিঙ্গু মন্দিরে প্রতিবছর আইচি জেলার কৃষক এবং অন্যান্য বাসিন্দারা গোল আকারের চালের কেক ভোগ হিসেবে নিবেদন করেন।

সোমবার চারটি কেক নিবেদন করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বড়টির ব্যাস ১.৫ মিটার এবং ওজন প্রায় ৪৫০ কিলোগ্রাম।

জনগণ ঐতিহ্যবাহী সাদা কোট পরিধান করে শীতল বৃষ্টি উপেক্ষা করে মন্দিরের মূল হলে বিশাল আকারের চালের কেকগুলো নিয়ে আসে। পরে তারা হাততালি দিয়ে প্রার্থনা জানায়।

চালের কেকটি মূল হলে জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত থাকবে। এরপর কাগামি বিরাকি বা চালের কেক ভাঙ্গা উৎসবের মাধ্যমে কেকগুলোকে টুকরো করা হবে এবং ঐতিহ্য অনুযায়ী ভক্তদের মধ্যে বিলিয়ে দেয়া হবে।