অনলাইন বিজ্ঞাপন পরীক্ষা করে দেখবে জাপান সরকার

ভোক্তাদের লক্ষ্য হিসেবে ধরে নেয়া অনলাইন বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য কিভাবে সংগ্রহ করা হয় এবং তাতে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেয়া হয় কিনা, সে বিষয়ে মন্তব্য করার জন্য জনগণকে আমন্ত্রণ জানাচ্ছে জাপান সরকার।

বেসরকারিভাবে পরিচালিত একটি জরিপে দেখা গেছে যে এতে সাড়া দেয়া অর্ধেকেরও বেশি ব্যক্তি পপ-আপ বিজ্ঞাপনের মত নিজেদের লক্ষ্যবস্তু হিসেবে ধরে নেয়া ব্যবসায়িক প্রচার কার্যক্রম অপছন্দ করেন।

এই বিজ্ঞাপনগুলো ভোক্তাদের কেনাকাটার ইতিহাস এবং অন্যান্য অনলাইন কার্যক্রমের উপর ভিত্তি করে তাদের কাছে পণ্য বা সেবা উপস্থাপন করে।

এছাড়া, সরকার অনলাইন বিজ্ঞাপনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করা স্বল্প সংখ্যক কিছু বৃহৎ তথ্য যোগাযোগ কোম্পানির সম্ভাব্য অ-প্রতিযোগিতামূলক ব্যবহার নিয়ে তদন্তের পরিকল্পনাও করছে।

কর্মকর্তারা বলছেন, বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেয়ার পর আগামী বছর অনলাইন বিজ্ঞাপন নিয়ে একটি অন্তর্বর্তী প্রতিবেদন প্রণয়নের পরিকল্পনা তারা করছেন এবং এর উপর ভিত্তি করে সরকার যথাযথ পদক্ষেপ বিবেচনা করবে।