জাপানে ক্যাসিনো কেলেঙ্কারিতে এমপি গ্রেফতার

জাপানে একটি ক্যাসিনো কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির এর সংসদ সদস্যকে (এমপি) গ্রেফতার করেছে পুলিশ। সুকাসা আকিমতো নামের ওই সংসদ সদস্যের বিরুদ্ধে ক্যাসিনো স্থাপনে আগ্রহী একটি কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে বলে টোকিও’র প্রসিকিউটরের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রসিকিউটররা জানান, আকিমতোর বিরুদ্ধে ওই কোম্পানির কাছ থেকে অন্তত ৪ মিলিয়ন ইয়েন (অন্তত ২৭ লাখ টাকা) মূল্যের আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে ।

এই ঘটনায় জড়িত সন্দেহে জড়িত সন্দেহে ক্ষমতাসীন দলের আরেক এমপির অফিস তল্লাসি করেছে পুলিশ। আকিমতো কোন প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন সে তথ্য প্রকাশ করা হয়নি। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই কোম্পানির তিন জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে গ্রেফতার হওয়ার আগে ঘুষ কেলেঙ্কারির ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে টুইট বার্তায় আকিমতো লিখেন, ‘আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’

আকিমতো জাপানে ক্যাসিনো প্রতিষ্ঠার ব্যাপারে প্রচার কাজে নিয়োজিত মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে, নিজ দলের সংসদ সদস্যের এমন কেলেঙ্কারির ঘটনায় জনরোষের মুখে পড়তে যাচ্ছে শিন জো অ্যাবে সরকার।