জাপান, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার জাপানি প্রতিপক্ষ তোশিমিৎসু মোতেগির সাথে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন।

ওয়াশিংটনে কূটনৈতিক সূত্রগুলো জানায় সম্ভবত মধ্য জানুয়ারিতে পশ্চিম উপকূলের কোন মার্কিন শহরে বৈঠকের পরিকল্পনা চলছে।

আশা করা হচ্ছে পম্পেও এবং মোতেগি উত্তর কোরিয়ার পরিস্থিতি এবং দেশটির পরমানুমুক্তকরণে অগ্রগতি আনতে কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা করবেন।

পরমাণুমুক্তকরণের আলোচনার অচলাবস্থা দূর করতে এই বছরের শেষের মধ্যে ছাড় দেয়ার জন্য মার্কিন সরকারের প্রতি পিয়ংইয়াং আহবান জানাচ্ছে। উত্তর কোরিয়া এককভাবে সময়সীমা নির্ধারণ করেছে।

পিয়ংইয়াং নতুন এক উত্তেজনার ইঙ্গিত দিয়েছে যা দীর্ঘ পাল্লার ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্রের সাথে যুক্ত বলে বিশ্বাস করা হচ্ছে।

সূত্রগুলো জানায় মধ্য জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের জন্য দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিয়াং-ওহা তার সময়সূচীর পরিবর্তন করছেন।

যদি একই সময়ে মোতেগি এবং ক্যাং মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন তবে পাঁচ মাসের মধ্যে সম্ভবত প্রথমবারের মত যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।