উত্তর কোরিয়া নিয়ে সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত জাপানের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট
পিয়াংইয়াং এর বৃদ্ধি পাওয়া উস্কানিমূলক অবস্থানের মাঝে উত্তর কোরিয়াকে সামাল দিতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের নেতৃবৃন্দ।
জাপানের স্থানীয় সময় শনিবার রাতে প্রধানমন্ত্রী শিনযো আবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে প্রায় ৯০ মিনিট কথা বলেন। ট্রাম্পের অনুরোধে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
এতে, দুই নেতা উত্তর কোরিয়া নিয়ে সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেশটিকে সামাল দেয়ার পরিকল্পনাসমূহ ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিতে অধিকাংশ সময় ব্যয় করেন।
পরমাণু চুক্তি নিয়ে মার্কিন ছাড়ের জন্য নিজেদের নির্ধারণ করে দেয়া বছর শেষের সর্বশেষ সময়সীমার আগে কিছুদিন ধরে পিয়াংইয়াং সক্রিয়ভাবে উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আবে উত্তর কোরিয়ার বিপজ্জনক উস্কানির সমালোচনা করে ট্রাম্পকে বলেন, উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শুরু করা একটি প্রক্রিয়াকে পরিপূর্ণ সমর্থন করা তিনি অব্যাহত রেখেছেন।