পরীক্ষার ফলাফল পাল্টে দিতে সার্ভার হ্যাক করার জন্য কিশোর অভিযুক্ত
জাপানের পুলিশ পরীক্ষার ফলাফল পাল্টে দিতে স্কুলের সার্ভারে অবৈধভাবে প্রবেশের জন্য সন্দেহ হওয়া এক কিশোরকে কৌঁসুলিদের কাছে পাঠিয়েছে।
পুলিশ বলছে নিইগাতা জেলার নাগাওকা শহরের একটি জুনিয়র হাই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র তার শিক্ষকের ব্যবহার করা একটি ট্যাবলেট কম্পিউটার থেকে সার্ভারের পাসওয়ার্ড সংগ্রহ করে।
পুলিশ বলছে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উপাত্ত বদল করে নিতে একটি স্মার্টফোন এপ্লিকেশন ব্যবহার করা হয়।
কিশোরের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায় সে বলেছে ভাল ফলাফল দেখিয়ে পরিবারকে সে মুগ্ধ করতে চেয়েছিল।