জাপানের রেকর্ড ১০২ লক্ষ কোটি ইয়েনের খসড়া বাজেট

জাপান সরকার আগামী অর্থ বছরের জন্য রেকর্ড পরিমাণের একটি খসড়া বাজেট প্রণয়ন করেছে। খরচের একটি বড় দিক হচ্ছে জনসংখ্যার বৃদ্ধ হয়ে আসা। বাজেটের আনুমানিক পরিমাণ হচ্ছে ১০২ লক্ষ ৬০ হাজার কোটি ইয়েন বা প্রায় ৯৩ হাজার ৮০০ কোটি ডলার। মন্ত্রীসভা আগামীকাল খসড়া বাজেট অনুমোদন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে সর্বকালের সবচেয়ে বেশি পরিমাণ – ৩৫ লক্ষ ৮০ হাজার কোটি ইয়েন বরাদ্দ করা হয়। এই ব্যয়ের মধ্যে বৃদ্ধদের জন্য চিকিৎসা ও অন্যান্য খরচ মেটানো অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া অবৈতনিক স্কুল পূর্ব ও নার্সারি সেবা ও সেই সঙ্গে নিম্ন আয়ের পরিবারের জন্য উচ্চ শিক্ষার খরচের যোগানও এটা দেবে।

উদ্দীপনা প্যাকেজের জন্য ১ লক্ষ ৮০ হাজার কোটি ইয়েনের কাছাকাছি বরাদের পরিকল্পনা করা হচ্ছে। এসবের মধ্যে দুর্যোগ প্রস্তুতি উন্নত করে নিতে দেশের অবকাঠামো শক্তিশালী করে নেয়া অন্তর্ভুক্ত আছে।

নতুন প্রযুক্তিও তহবিল আকৃষ্ট করছে। কৃষি ও চিকিৎসা সেবার জন্য স্থানীয়ভাবে ৫জি নেটওয়ার্ক অভিযুজ্য করে নিতে প্রায় ৩৬০ কোটি ইয়েন বরাদ্দ দেয়া হবে।