তাকাইয়ামায় বছর শেষের চালের পিঠার উৎসব
জাপানের মধ্যভাগের গিফু জেলার তাকাইয়ামা শহরে আজ, বার্ষিক চালের পিঠার উৎসবে বিপুল সংখ্যক লোকজনের সমাগম হয়েছে।
খড়ের বাড়ি এবং অন্যান্য ঐতিহ্যবাহী গৃহ থাকা একটি পর্যটন এলাকা হিদা নো সাতো বা হিদা লোক পল্লী নামে অভিহিত স্থানটিতে এই উৎসবের আয়োজন করা হয়।
গ্রামের কর্মীরা, প্রায় ২০ কিলোগ্রাম আঠালো চাল সেদ্ধ করে কাঠের হাতুড়ি দিয়ে মলে ভাতগুলো পাকিয়ে ক্ষুদ্রাকারের বা চ্যাপ্টা টুকরো তৈরি করেন।
গ্রামটিতে, নতুন বছরের সাজসজ্জার জন্য ভাতের পিঠাগুলো ব্যবহার করা হয়।
কর্মীরা ভাতের পিঠার টুকরোগুলো দিয়ে গাছের ডাল সজ্জিত করেন যেগুলো দেখতে প্রস্ফুটিত ফুলের মত মনে হয়।
পর্যটক এবং অন্যান্য দর্শনার্থীরা, ভাতের পিঠা তৈরির অনুষ্ঠানটিতে যোগ দেন।