২০২০ অর্থবছরে জাপানের বাজেটের পরিমাণ সর্বকালের সর্বোচ্চ
২০২০ অর্থবছরের জন্য জাপানের সাধারণ বাজেটের পরিমাণ ১শ ২ লক্ষ কোটি ইয়েনের বেশী বা প্রায় ৯৩ হাজার ৫শ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।
আগামী ১লা এপ্রিল থেকে আরম্ভ হতে যাওয়া অর্থবছরের জন্য খসড়া বাজেট চূড়ান্তকরণের পর্যায়ে রয়েছে।
জাপানের প্রবীণ নাগরিকদের সংখ্যা অব্যাহত ভাবে বৃদ্ধি পেয়ে চলায় সামাজিক নিরাপত্তা ব্যয়ের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়ে মোট বাজেটের এক তৃতীয়াংশ দখল করে চলতি অর্থবছরের চেয়ে প্রায় ৩শ ৭০ কোটি মার্কিন ডলার বৃদ্ধি পাবে।
প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং নতুন অর্থনৈতিক নীতিমালা অনুযায়ী, অবকাঠামো নির্মাণের জন্য ১ হাজার ৬শ কোটি ডলারের বেশী অর্থ ব্যয় করা হবে।
সরকার, নিম্ন আয়ের পরিবারগুলোর শিশুদের জন্য বিনামূল্যে উচ্চ বিদ্যালয়ের শিক্ষা আরম্ভ করবে।
এদিকে, রাজস্ব আয়ের পরিমাণ হচ্ছে মোট বাজেটের মাত্র প্রায় ৬০ শতাংশ।
সরকার, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য মন্ত্রীসভার বৈঠকে খসড়া বাজেটটি অনুমোদনের ইচ্ছা পোষণ করছে।