রোহিঙ্গা গণহত্যার দাবি অস্বীকার মিয়ানমার নেত্রীর

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের লক্ষ্য হিসেবে ধরে নিয়ে গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত নিজ দেশের সেনাবাহিনীর পক্ষে সাফাই গেয়েছেন মিয়ানমারের নেত্রী।

অং সান সুচি বিশ্বের সর্বোচ্চ মানবাধিকার আদালতকে বলেছেন, রাখাইন রাজ্যের পরিস্থিতি “জটিল এবং এর গভীরতা মাপা এত সহজ নয়।”

তিনি বলেন, “দু:খজনকভাবে, গাম্বিয়া মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে বাস্তবতার একটি অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর চিত্র আদালতের সম্মুখে উপস্থাপন করেছে।”

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশটি হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলাটি দায়ের করে।

মিয়ানমার দাবি করেছে যে বিতাড়িত রোহিঙ্গাদের সাবেক আবাসস্থল রাখাইন রাজ্যে সন্ত্রাসবাদের জবাব দিতেই সামরিক অভিযান চালানো হয়।

তবে এই নোবেল বিজয়ী স্বীকার করে নেন যে সেখানে হয়ত বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়ার ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে।

অং সান সুচি আরও বলেন, “কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন’সহ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অতিরিক্ত বা সামঞ্জস্যহীন বলপ্রয়োগের বিষয়টি নাকচ করে দেয়া যায় না।”

তিনি আরও বলেন, যদি কোন সেনা যুদ্ধাপরাধ করে থাকেন, তবে তাদের বিচার মিয়ানমারেই করা উচিত।