কার্বন ডাই অক্সাইড হ্রাসে জাপানের প্রচেষ্টার উপর পরিবেশ মন্ত্রীর আলোকপাত

জাপানের পরিবেশ মন্ত্রী শিনজিরো কোইযুমি মাদ্রিদে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণায়ন সামাল দেয়ায় তাঁর দেশের প্রচেষ্টার উপর আলোকপাত করেছেন।

কপ ২৫ শীর্ষ সম্মেলনে কোইযুমি গতকাল মন্ত্রী-পর্যায়ের একটি বৈঠকে অংশ নেন।

বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার অব্যাহত রাখায় জাপানের ব্যাপক সমালোচনা করা হচ্ছে।

বৈঠকের আগে কোইযুমি সাংবাদিকদের বলেছেন তাঁর বিশ্বাস সমালোচনা এড়িয়ে না গিয়ে সরাসরি এর মুখোমুখি হওয়া জাপানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন যে বৈশ্বিক উষ্ণায়ন সমস্যার সমাধানে তাঁর দেশের চালানো প্রচেষ্টা নিয়ে ইতিবাচক একটি বার্তা তিনি পাঠাবেন।

জাপানের কিছু কিছু পৌর প্রশাসন কিভাবে উৎপাদিত নবায়নযোগ্য জ্বালানির জন্য নিজস্ব বিদ্যুৎ লাইন তৈরি করে নিচ্ছে, চিলির পরিবেশ মন্ত্রী ক্যারোলিনা শ্মিডের আয়োজিত একটি অনুষ্ঠানে কোইযুমি তার ব্যাখ্যা দিয়েছেন।