জাপানে ব্যবসায়িক মনোভাব গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন

জাপানের ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে দেশের নির্বাহী কর্মকর্তারা আশাবাদী দৃষ্টিভঙ্গী পোষণ করছেন না। সরকারী এক জরিপে দেখা গেছে যে বর্তমান ত্রৈমাসিক সময়ের জন্য বিরাট আকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মনোভাব গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

কর্মকর্তারা বলছেন, সব ধরনের শিল্পের ক্ষেত্রেই বিরাট আকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সূচক হল মাইনাস ৬ দশমিক ২। ২০১৬ সালে দ্বিতীয় ত্রৈমাসিক সময়ের পর থেকে সূচকের এই পরিমাণ হল সর্বনিম্ন। ঐ বছর দক্ষিণ পশ্চিম জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

সূচকের পরিমাণ মাইনাস হওয়ায় তার থেকে আভাস পাওয়া যাচ্ছে যে ব্যবসায়িক পরিস্থিতি অবনতিশীল বলে অধিক সংখ্যক কোম্পানির ধারণা।

কর্মকর্তারা বলছেন যে পয়লা অক্টোবার থেকে ভোগ্য পণ্যের উপর করের পরিমাণ বৃদ্ধি এবং শক্তিশালি তাইফুনের ফলে বিপণী কেন্দ্রগুলো ও বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রয় কেন্দ্রগুলোতে বিক্রির পরিমাণ হ্রাস পেয়েছে।

চীনে অর্থনীতির গতি মন্থর হয়ে পড়ার ফলে সেই দেশে গাড়ির চাহিদাও হ্রাস পেয়েছিল।