চলতি শতাব্দীর শেষ নাগাদ হোক্কাইদো’তে ভাসমান বরফের স্তর অদৃশ্য হওয়ার সম্ভাবনা

একটি বৈজ্ঞানিক গবেষণা গ্রুপ বলছে, চলতি শতাব্দীর শেষ নাগাদ জাপানের সর্ব উত্তরের জেলা হোক্কাইদো থেকে বরফের ভাসমান আস্তরণ অদৃশ্য হয়ে যেতে পারে।

প্রতিবছর শীতকালে আবাশিরি উপকুল’সহ অন্যান্য এলাকায় রাশিয়ার উপকূল এলাকা থেকে আসা ভাসমান বরফের আস্তরণ চোখে পড়ে। আর এগুলো দেখতে অনেক পর্যটকেরও সমাগম ঘটে।

হোক্কাইদো’র ওখোতস্ক সাগর বরফ যাদুঘরের একটি গবেষণা গ্রুপ ২০০৯ সাল পর্যন্ত ১৫ বছর ধরে চারটি নির্দিষ্ট এলাকায় গড় তাপমাত্রার সাথে ভাসমান বরফের আস্তরণের পরিমাণের সম্পর্ক নিয়ে গবেষণা বা নিরীক্ষা চালায়। এক্ষেত্রে, মূলত, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব সম্পর্কে জানার জন্যই গ্রুপটি এই অনুসন্ধান চালায়।

এর ফলাফলে দেখা যাচ্ছে যে জানুয়ারি থেকে মার্চ মাসে গড় তাপমাত্রা বৃদ্ধির সময় বরফের ভাসমান আস্তরণ কমে যায়।

হোক্কাইদো’র আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের একটি সিমুলেশন বা নমুনা-উপস্থাপনায় দেখা গেছে যে চলতি বছরের শেষ নাগাদ ওখোতস্ক সাগর উপকূলীয় এলাকায় ৩ থেকে ৬ ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা বৃদ্ধির সময় বরফের আস্তরণ হোক্কাইদোর দিকে নেমে আসবে না বলে মনে করা হচ্ছে। সাগর বরফ যাদুঘরের প্রধান শুহেই তাকাহাশি বলেছেন, ঐ জেলায় ভাসমান বরফের আস্তরণ প্রত্যাশার চাইতেও বেশ দ্রুতগতিতে অদৃশ্য হয়ে চলেছে।