গবেষকদেরকে বর্ধিত সহায়তা দিবে জাপান সরকার
জাপানের শিক্ষা মন্ত্রণালয় তরুণ গবেষকদের সাত বছর ধরে আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি কর্মসূচী চালুর সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই কর্মসূচীর জন্য প্রায় ৪৬ কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠন করবে। তারা জানিয়েছে, প্রত্যেক সফল প্রার্থীদের প্রায় ৬৪ হাজার ডলারের বার্ষিক সহায়তা প্রদান করা হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই কর্মসূচীর জন্য ৭০০ গবেষককে বাছাই করতে তিন বছর সময় লাগবে এবং নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে গবেষকদের বয়স সীমা হবে ৪০ বছর।
মন্ত্রণালয় এও জানিয়েছে যে আর্থিক সহায়তা প্রদানের সময়সীমা ১০ বছর পর্যন্ত বাড়ানো যাবে যা তরুণ গবেষকদের জন্য নেয়া অন্যান্য সহায়তা কর্মসূচীর চেয়ে বেশি।
জাপানের বিজ্ঞান ও প্রযুক্তি এজেন্সি এই কর্মসূচীর জন্য গবেষকদের বাছাই করবে। কর্মকর্তারা জানান, আদর্শ প্রার্থী হবেন তারাই যারা স্বতন্ত্র ও চ্যালেঞ্জিং গবেষণা নিয়ে কাজ করবেন।