নাকামুরার মৃত্যুতে জড়িত থাকার দায়ে দু’ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়টির কর্মকর্তারা জাপানি ডাক্তার এবং মানবাধিকার কর্মী তেৎসু নাকামুরার নির্মমভাবে গুলিতে নিহত হওয়ার সাথে জড়িত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে।
এনএইচকে’র কাছে এই তথ্য প্রকাশ করে মন্ত্রণালয় আরও জানায় যে ঘটনাটি সম্পর্কে এই দুই ব্যক্তি কিছু জেনে থাকতে পারে।
নানগারহারের পূর্বাঞ্চলীয় প্রদেশ জালালাবাদে গত বুধবার দু’টি গাড়িতে করে কর্মীদেরসহ যাত্রাপথে নাকামুরা গুলিতে নিহত হন। এ ঘটনায় অপর পাঁচজনও মারা যান।
জাপানের বেসরকারি সংগঠন পেশোয়ার-কাইয়ের স্থানীয় প্রতিনিধি ছিলেন নাকামুরা।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছে যে সশস্ত্র একটি দল নাকামুরার গাড়ির জন্য অপেক্ষমাণ ছিল এবং তার পথ আটকে গুলি ছোঁড়ে।
নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় সন্দেহভাজনরা দু’টি সাদা গাড়িতে চড়ে ঘটনাস্থল ত্যাগ করে।
সেচ ব্যবস্থা নির্মাণ এবং অন্যান্য অবদানের মাধ্যমে কয়েক দশক ধরে আফগানিস্তানে জনগণের জীবনমানের উন্নয়নে নাকামুরা কাজ করেছিলেন।
আফগান কর্মকর্তারা এবং স্থানীয় অধিবাসীরা তার অবদানের প্রশংসা করেন।