দেশে পৌঁছেছে আফগানিস্তানে নিহত জাপানী চিকিৎসকের মরদেহ
আফগানিস্তানে নিহত জাপানী চিকিৎসক ও মানবিক কর্মীর মরদেহ আজ রাতে জাপানে এসে পৌঁছেছে।
গত বুধবার তেৎসু নাকামুরা, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে ওঁত পেতে থাকা অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন।
গতকাল তাঁর মরদেহ বহনকারী একটি বিমান কাবুল ত্যাগ করে।
বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, নাকামুরার বিধবা স্ত্রী নাওকো এবং তাঁর কন্যা আকিকোর কাছে শোক প্রকাশ করেন। প্রেসিডেন্ট এবং একদল সেনা নাকামুরার শবাধার বহন করেন।
ঘানি, এটি একটি দুঃখজনক দিন ছিল বলে উল্লেখ করেন। তিনি, আফগানিস্তানের দরিদ্র জনগণের জীবনযাত্রার উন্নয়ন এবং দেশটিকে শক্তিশালী করতে নিজের জীবন ব্যয় করে আসা নাকামুরাকে একজন মহান ব্যক্তি হিসেবে অভিহিত করেন।
নাকামুরার শবাধার বহনকারী বিমানটি, টোকিওর অদূরে অবস্থিত নারিতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে আজ সকালে দুবাইয়ে সাময়িক যাত্রা বিরতি করে।