স্বদেশের পথে আফগানিস্তানে নিহত জাপানী চিকিৎসকের মরদেহ

আফগানিস্তানে গুলিতে নিহত জাপানি চিকিৎসক ও মানবিক কর্মীর মরদেহ তাঁর পরিবারের সদস্যদের সাথে আজ দেশের পথে রওয়ানা হয়েছে।

গত বুধবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদে, তেৎসু নাকামুরা ওঁত পেতে থাকা একটি অজ্ঞাত সশস্ত্র দলের গুলিতে নিহত হন।

গতকাল, নিহত চিকিৎসকের মরদেহ গ্রহণ করতে নাকামুরার বিধবা স্ত্রী নাওকো এবং তাঁর কন্যা আকিকো আফগানিস্তানের রাজধানী কাবুলে গিয়ে পৌঁছান।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, শোক জানাতে তাঁদের সঙ্গে প্রেসিডেন্টের দপ্তরে সাক্ষাৎ করেন। ঘানি, হত্যাকারীদের শনাক্ত এবং গ্রেফতার করা আফগান কর্তৃপক্ষের দায়িত্ব বলে তাঁদের অবহিত করেন।

নাকামুরা, সেচের জন্য নালা তৈরিসহ বিভিন্ন ধরণের পুনঃনির্মাণ প্রকল্পে সহযোগিতা ও মানবিক সহায়তা দেয়ার জন্য দীর্ঘদিন ধরে আফগানিস্তানে অবস্থান করে এসেছেন।

চলতি বছর অক্টোবরে তিনি, প্রথম বিদেশী হিসেবে আফগানিস্তানের সম্মানিত নাগরিকত্ব লাভ করেন।

আফগানিস্তানের পুলিশ, সশস্ত্র দলটি দেশের ভেতরে ও বাইরে নিজেদের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে সুপরিচিত এই চিকিৎসককে লক্ষ্য করে হামলা চালায় বলে ধারণা করছে।

আগামীকাল, নাকামুরার মরদেহ জাপানে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।