এলফাবেট থেকে পদত্যাগ করেছেন গুগলের যৌথ দুই প্রতিষ্ঠাতা
গুগলের যৌথ দুই প্রতিষ্ঠাতা বিশাল আকারের মার্কিন আই টি কোম্পানির অভিভাবক প্রতিষ্ঠান এলফাবেটে তাঁদের নেতৃত্বের ভূমিকা থেকে সরে দাঁড়াচ্ছেন।
কোম্পানির সেই দায়িত্ব তারা এখন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের কাছে হস্তান্তর করবেন।
এলফাবেট গতকাল জানায় যে প্রধান নির্বাহীর পদ থেকে ল্যারি পেইজ এবং প্রেসিডেন্টের পদ থেকে সের্গেই ব্রিন পদত্যাগ করছেন। পিচাই এখন গুগল এবং এলফাবেট উভয় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
পেইজ এবং ব্রিন এক যৌথ বিবৃতিতে বলেছেন সহজ ব্যবস্থাপনা কাঠামোর সময় এখন এসেছে। তারা বলেন কোম্পানি পরিচালনার ভাল উপায় থাকা অবস্থায় কখনও তারা নিজেদের ভূমিকা ধরে রাখেন নি।
পেইজ ও ব্রিন দুই কোম্পানির পরিচালনা বোর্ডের সদস্য থাকবেন এবং উপদেষ্টা হিসেবে পিচাইকে সমর্থন দেয়া অব্যাহত রাখবেন।