টোকিও শেয়ার বাজারে নিক্কেই সূচকের মূল্য হ্রাস
টোকিও শেয়ার বাজারে মুখ্য নিক্কেই গড় সূচক বুধবার নিম্ন মূল্যে দিন শেষ করেছে।মঙ্গলবার দিন শেষের তুলনায় ২৪৪ পয়েন্ট হ্রাস পেয়ে, নিক্কেই সূচক ২৩ হাজার ১৩৫ পয়েন্টে আজ দিন শেষ করে।বাজার বিশ্লেষকরা বলছেন, চীনের সাথে বাণিজ্য আলোচনা সমাপ্ত করার কোন সময়সীমা নেই বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য থেকে এই আলোচনা প্রত্যাশার থেকে বেশি দীর্ঘায়িত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। কেউ কেউ ধারণা করছেন যে চীনা আমদানির বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র।
এর ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে এবং এই কারণেই নিক্কেই সূচকের মূল্য অল্প সময়ের জন্য ৩০০ পয়েন্টের বেশি হ্রাস পায়।