হায়াবুসা-২ এখন পৃথিবীতে ফেরার পথে
হায়াবুসা-২’র প্রধান ইঞ্জিনসমূহ যথাযথভাবে কাজ করছে নিশ্চিত হবার পর নিজেদের এই গ্রহাণু অনুসন্ধান যানটি পৃথিবীর দিকে ফিরে আসছে, এমন তথ্য জানিয়েছে জাপানের মহাকাশ এজেন্সি বা জাক্সা।
উল্লেখ্য, অনুসন্ধান যানটি গত বছরের জুন মাসে রিয়ুগু গ্রহাণুতে পৌঁছায় এবং গ্রহাণুটির ভূপৃষ্ঠে প্রায় দেড় বছর অনুসন্ধান চালানোর পর গতমাসের ১৩ তারিখ সেটি পৃথিবীর উদ্দেশ্যে ঐ গ্রহাণু ত্যাগ করে।
এরপর দু’সপ্তাহ ধরে এর চারটি প্রধান ইঞ্জিনের উপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।
জাক্সা ঘোষণা দিয়েছে যে ঐ পরীক্ষায় একটি ফিরতি যাত্রা সম্পাদনের জন্য ইঞ্জিনগুলো প্রস্তুত আছে বলে প্রমাণিত হয়েছে।
জাক্সা বলছে, অনুসন্ধান যানটি এখন পৃথিবী থেকে ২৫ কোটি কিলোমিটারেরও বেশি দূরে রয়েছে এবং আগামী বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে সেটির পৃথিবীতে ফেরার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।