রুশ অধিকৃত দ্বীপ ফিরিয়ে দেয়ার দাবিতে সাবেক জাপানি অধিবাসীদের সমাবেশ
রুশ অধিকৃত এবং জাপানের দাবীকৃত চারটি দ্বীপের সাবেক জাপানি অধিবাসীরা টোকিওতে একটি সমাবেশ করে দ্বীপগুলো ফিরিয়ে দেয়ার আহ্বান জানানো অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।
প্রায় ৫শ সাবেক অধিবাসী আজ হিবিয়া পার্কে সমবেত হন। উল্লেখ্য, ডিসেম্বরের ১ তারিখ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার অব্যবহিত পর ১৯৪৫ সালে ঐ চারটি দ্বীপ জাপানের কাছে ফেরত দেয়ার জন্য হোক্কাইদো শহরের মেয়রের আবেদন জমা দেয়ার দিন।
জাপান সরকার এই দাবি বজায় রেখে চলেছে যে দ্বীপগুলো জাপানি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের ভাষ্যানুযায়ী, যুদ্ধের পর সেগুলোকে অবৈধভাবে দখল করে নেয়া হয়েছিল।
ওকিনাওয়া এবং উত্তরের ভূখণ্ড বিষয়ক মন্ত্রী সেইইচি এতো বলেন, সরকার গণসচেতনতা বৃদ্ধি এবং রাশিয়ার সাথে প্রকল্প প্রসারের পাশাপাশি সাবেক অধিবাসীদেরও সহায়তা দেয়া অব্যাহত রাখবে।
সাবেক অধিবাসী দলটির নেতা কিমিও ওয়াকি বলেন, ঐ দ্বীপগুলো নিয়ে আলোচনা খুব শ্লথভাবে অগ্রসর হচ্ছে এবং তাদের কার্যক্রমকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার প্রয়োজন তাদের রয়েছে।
সমাবেশের পর অংশগ্রহণকারীরা নিজেদের দাবি নিয়ে শ্লোগান দিতে দিতে টোকিও স্টেশনের আশেপাশে মিছিল করেন।