জাপানের নতুন মূল স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ

আসন্ন ২০২০ সালের টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকের মুল স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

আজ দুপুরে, নতুন জাতীয় স্টেডিয়ামটির পরিদর্শন শেষ হয়। তিন বছর আগে শুরু হয়ে এ মাসের মাঝামাঝি সময়ে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর এই পরিদর্শনের আয়োজন করা হয়।

এই স্টেডিয়ামে ঐতিহ্যবাহী জাপানি নির্মাণ কৌশলকে কাজে লাগানো হয় এবং দেশের ৪৭টি জেলার প্রত্যেকটির কাঠ ব্যবহার করা হয়েছে।

ত্রিতল বিশিষ্ট স্টেডিয়ামের প্রায় ৬০ হাজার আসনের উপর প্রায় ৬০ মিটার দীর্ঘ আংশিক ছাদ রয়েছে।

অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান এবং বিভিন্ন অ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগিতা মূল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই জাতীয় স্টেডিয়ামের নির্মাণ ব্যয় হচ্ছে ১৫ হাজার ২৯০ কোটি ইয়েন বা প্রায় ১৪০ কোটি ডলার, তার অর্থ হচ্ছে এই প্রকল্পের জন্য ব্যয় সরকারের বাজেটের চেয়ে কম ছিল।

প্রাক্কলিত উচ্চ ব্যয় এবং অন্যান্য কারণে স্টেডিয়ামটির নকশা, প্রাথমিক পরিকল্পনা পরে আবার নতুন করে তৈরি করা হয়।

ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে এক সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং তারপর জনগণকে দেখানোর জন্য আরও একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে।

আগামী ১লা জানুয়ারি ফুটবলের ‘এম্পেরার্স কাপের’ ফাইনাল খেলাটিই হবে এই স্টেডিয়ামের প্রথম স্বাগতিক ক্রীড়া অনুষ্ঠান।