জাপানে বেড়ে চলা নার্সিং-সেবা ব্যয় ১০ লক্ষ কোটি ইয়েন ছাড়িয়ে গেছে
জাপানে নার্সিং-সেবা ব্যয় ২০১৮ অর্থবছরে ১০ লক্ষ কোটি ইয়েন বা প্রায় ৯ হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে, কেননা দেশটির প্রবীণদের সংখ্যা দ্রুত বাড়ছে।
কল্যাণ মন্ত্রণালয় জানাচ্ছে, ১০ লক্ষ ১৫ হাজার কোটি ইয়েনের এই সংখ্যা ব্যয়ের পরিসংখ্যান রাখা শুরু করা ২০০১ অর্থবছর থেকে দ্বিগুণেরও বেশি। এই পরিসংখ্যানের মধ্যে ব্যবহারকারীদের নিজের বহন করা অর্থও অন্তর্ভুক্ত রয়েছে।
মার্চ মাসে শেষ হওয়া গত অর্থবছরে মোট প্রায় ৬০ লক্ষ লোক নার্সিং-সেবা এবং রোগ-প্রতিরোধমূলক সেবা গ্রহণ করেন।
ব্যবহারকারী এবং ব্যয় প্রায় ২০৪০ অর্থবছর পর্যন্ত বাড়তে থাকবে কেননা এই অর্থবছরে প্রবীণদের সংখ্যা সর্বোচ্চ হবে বলে ধারণা করা হচ্ছে।