২০১৬ সালের ঢাকা হামলার দ্রুত বিচারে জাপানের প্রশংসা
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইওশিহিদে সুগা রাজধানী ঢাকায় ২০১৬ সালে ৭ জন জাপানি নাগরিক সহ ২২ ব্যক্তির মৃত্যু ঘটানো একটি হামলার দ্রুত বিচার শেষ করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন।
ঢাকায় বিশেষ সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল গতকাল ঘটনায় জড়িত থাকার জন্য একটি ইসলামি চরমপন্থী দলের সাতজন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে।
গতকাল এক সংবাদ সম্মেলনে রাখা বক্তব্যে সুগা বলেন, ঘটনার সত্য উদঘাটনের অনুরোধ জাপান বাংলাদেশ সরকারকে করছিল।
তিনি বলেছেন, রায়ের বিষয়বস্তু নিয়ে মন্তব্য করা থেকে তিনি বিরত থাকলেও বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা জাপান অব্যাহত রাখবে এবং দেশটিতে বসবাস ও ভ্রমণ করা জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে নিতে যথাসাধ্য চেষ্টা চালাবে।