নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে হংকং-এর গণতন্ত্রপন্থী দল

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অনুষ্ঠিত রোববারের স্থানীয় জেলা পরিষদ নির্বাচনে হংকং-এর গণতন্ত্রপন্থী দল এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় গণতন্ত্রপন্থী প্রার্থী মোট ৪৫২টি আসনের মধ্যে ৮০শতাংশের বেশি নিশ্চিত করেছেন। এই অভূতপূর্ব বিজয় দু’দলের অবস্থানকে কার্যকরভাবে বিপরীত করে দিয়েছে। এই নির্বাচনকে চলমান এবং ক্রমশ সংঘর্ষ বৃদ্ধি পেতে থাকা বিক্ষোভের এক গণভোট হিসেবে বিবেচনা করা হয়েছে।

রোববার ভোটাররা শান্তিপূর্ণভাবে লম্বা এবং সর্পিল লাইনে অপেক্ষা করেছিল। প্রায় ত্রিশ লক্ষ লোকের বা নিবন্ধিত ভোটারের ৭০ শতাংশের বেশি ভোটদানের মধ্য দিয়ে এই অঞ্চল ইতিহাসের সর্বোচ্চ ভোটদান পরিলক্ষিত করে।

নির্বাচনের কিছু বিজয়ীর নাম বিক্ষোভকারী হিসেবে এর আগে সংবাদ মাধ্যমে এসেছিল। এরমধ্যে নবনির্বাচিত কাউন্সিলর জিম্মি শাম রয়েছেন। অন্যতম এই বিক্ষোভ সংগঠনকারীকে এক মাসের বেশি সময় আগে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছিল বলে খবরে প্রকাশিত হয়।

ক্রাচে ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় শাম বলেন গণতন্ত্রপন্থী বিক্ষোভ ভোটকে কার্যত গণভোটে পরিণত করেছে। তিনি বলেন এটি হংকংবাসীর বিজয়। তিনি আশা প্রকাশ করেন মুখ্য নির্বাহী ক্যারি লাম জনগণের ইচ্ছাকে গহণ করবেন এবং বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলো পূরণ করবেন।

পরাজিত বেইজিংপন্থী কাউন্সিলর হোরেস ছেউং তার পরাজয়ের জন্য সমর্থকদের ঘাটতিকে দায়ী করেননি। গত নির্বাচনে জয়লাভের সময় যে ভোট পেয়েছিলেন এবার তার চাইতে তিনি বেশি ভোট পান তবে তা নতুন ভোটারদের জোয়ারের সাথে প্রতিযোগিতা করার মত যথেষ্ট ছিল না।

সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাংবাদিকদের বলেন এই বিষয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য বেইজিং চূড়ান্ত নির্বাচনের ফলাফলের অপেক্ষা করছে।

তবে ওয়াং বলেন এটা ইতিমধ্যে স্পষ্ট যে হংকং-এ যাই ঘটুক না কেন এই অঞ্চল চীনের অংশ।