প্লাস্টিক বর্জ্য যৌথভাবে মোকাবেলা করবে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া

প্লাস্টিক বর্জ্যের কারণে সৃষ্ট সমুদ্র দূষণ মোকাবেলায় একত্রে কাজ করার জন্য একটি যৌথ চুক্তি প্রকাশ করেছেন জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার পরিবেশ মন্ত্রীরা।

আজ পশ্চিম জাপানের কিতাকিয়ুশু শহরে শেষ হওয়া দু’দিনব্যাপী এক বৈঠকে মন্ত্রীরা আগামী ৫ বছরে ঠিক কোন ক্ষেত্রগুলোতে অগ্রাধিকার দেয়া উচিত, সে বিষয়ে আলোচনা করেন।

যৌথভাবে কাজ করার জন্য পিএম ২.৫’এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া’সহ বায়ু দূষণ, বর্জ্যের যথাযথ নিয়ন্ত্রণ ও পুনর্ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন’সহ মোট ৮টি ক্ষেত্র তারা চিহ্নিত করেন।

মন্ত্রীরা এই বিষয়ে একমত হয়েছেন যে প্লাস্টিক বর্জ্য সামুদ্রিক ইকো-সিস্টেমের উপর একটি বৈরী প্রভাব ফেলতে পারে এবং এটি ভূমি বর্জ্যের কারণে সৃষ্ট একটি বৈশ্বিক সমস্যা।

এই সমস্যা মোকাবেলায় তিন দেশ একত্রে কাজ করবে, এমন বক্তব্য উল্লেখ করে একটি যৌথ বিবৃতি তারা গ্রহণ করেন।