জাপানের বিরুদ্ধে কঠোর বাণিজ্য পদক্ষেপ চাইছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা

জাপান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিস্তৃত একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নিতে থাকার মুখে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন ওয়াশিংটনের উচিৎ হবে কঠোর পদক্ষেপ নিয়ে চাপ দিয়ে যাওয়া।

জাপান ও যুক্তরাষ্ট্র বর্ধিত আলোচনার পর অক্টোবর মাসে প্রাথমিক একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে গতকাল চুক্তি নিয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়েছে।

মোটরগাড়ি শ্রমিক সংগঠন ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চুক্তির সমালোচনা করে বলেছেন, তিনি যেটাকে রপ্তানি এগিয়ে নিতে মুদ্রা বিনিময় হারকে জাপানের উদ্দেশ্য সাধনে কাজে লাগানো আখ্যায়িত করেছেন, চুক্তি তার সমাধান দিচ্ছে না।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের সাবেক একজন আলোচকও বলেছেন, কর্মকর্তাদের উচিৎ হবে জাপানের খামার বাজার আরও উন্মুক্ত করার চেষ্টা চালানো। যুক্তরাষ্ট্রের মাখন ও চালের উপর শুল্ক হ্রাসের আহ্বান তিনি জানান।

দুই দেশ সার্বিক চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন ২০২০ সালের নির্বাচন এগিয়ে আসতে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো তাঁর অবস্থান শক্ত করে নিতে কঠোর পদক্ষেপ প্রত্যাশার চেষ্টা করতে পারেন।