জাপানের সাথে অমীমাংসিত বিষয়াবলী নিয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদে আলোচনা

জাপানের সাথে অমীমাংসিত বিষয়াবলী নিয়ে আলোচনা করার জন্য দক্ষিণ কোরিয়া জাতীয় নিরাপত্তা পরিষদের একটি বৈঠক ডেকেছে।

আজকের সেই বৈঠক জাপানের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে নেয়ার চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার দু’দিন আগে অনুষ্ঠিত হয়। সামরিক তথ্যাবলীর সাধারণ চুক্তি বা জি-সোমিয়ার মেয়াদ দক্ষিণ কোরিয়া ও জাপান উভয়ে নবায়ন করে নিতে সম্মত না হলে শনিবার উত্তীর্ণ হয়ে যাবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে জাতীয় নিরাপত্তা কার্যালয়ের প্রধান চুং উই-ইয়ং বৈঠকটি ডেকেছেন।

তবে দক্ষিণ কোরিয়া জি-সোমিয়া চুক্তিতে থাকবে কিনা সেই প্রশ্নে বৈঠকে কোন ধরনের বিতর্ক হয়, প্রেসিডেন্টের কার্যালয় তা জানায় নি।

প্রেসিডেন্টের কার্যালয় বলছে, জাপানের সাথে অমীমাংসিত বিষয়াবলীর নিষ্পত্তি করে নেয়ায় দক্ষিণ কোরিয়ার সরকারের চালানো কূটনৈতিক প্রচেষ্টা সমূহ বৈঠক পরীক্ষা করে দেখেছে।

অংশগ্রহণকারীরা নিশ্চিত করেছেন যে দক্ষিণ কোরিয়া সংশ্লিষ্ট দেশগুলোর সাথে আলোচনা চালিয়ে যাবে। এছাড়া বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পদক্ষেপ নিয়েও তারা আলোচনা করেছেন।