থাইল্যান্ড-লাওস সীমান্তে ৬.১ মাত্রার ভূমিকম্প
৬.১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আজ সকালে থাইল্যান্ড ও লাওসের মধ্যেকার সীমান্তবর্তী এলাকায় আঘাত হেনেছে। কিছু ভবনের ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ বলছে, ভূমিকম্প থাইল্যান্ডের সীমান্তের কাছে লাওসের উত্তর-পশ্চিমের পাহাড়ি এলাকায় আঘাত হানে।
ভূতাত্ত্বিক জরিপ বিভাগ অনুমান করছে কম্পনের গভীরতার কেন্দ্র ছিল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার নিচে।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ নাআনে একটি প্রাথমিক স্কুলের ছাদ আংশিকভাবে ধ্বসে পড়েছে। এছাড়া দেয়ালেও ফাটল দেখা গেছে। থাইল্যান্ডের দুর্যোগ কর্তৃপক্ষ বলছে এই পর্যায়ে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
উত্তর লাওসের সিয়াবুরিতে একটি বিদ্যুৎ কেন্দ্রের একদিকের দেয়াল আংশিকভাবে ধ্বসে পড়ে।
থাইল্যান্ড ও লাওসের বিস্তৃত এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ২১-তলা একটি ভবনের ছাদে ঝুলানো বাতি প্রায় এক মিনিট ধরে দোদুল্যমান ছিল।