ইতিপূর্বে সর্বোচ্চ মেয়াদে কাজ করা জাপানি প্রধানমন্ত্রীর সমকক্ষ হয়েছেন শিনযো আবে

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবের ক্ষমতার সর্বমোট মেয়াদ একশ বছরেরও বেশি আগে তারো কাতসুরার স্থাপন করা দেশের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনের রেকর্ডের সমান হয়েছে।

সর্বমোট ২ হাজার ৮শ ৮৬দিন দায়িত্বে থেকে আজ আবে এই মাইলফলক অর্জন করেন।

চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা আবের এই কৃতিত্বের জন্য দায়িত্ব পালনকালে তার অর্জনগুলোর ভূমিকার কথা উল্লেখ করেন।

জাপান সরকারের এই শীর্ষ মুখপাত্র বলেন, আবে অর্থনীতিকে প্রাধান্য দিয়ে আর্থিক, রাজস্ব এবং আঞ্চলিক পুনরুজ্জীবন কর্মসূচি সমূহ বাস্তবায়ন করেছেন।

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে আবের মেয়াদ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে শেষ হবে।

তিনি সাংবিধানিক পরিবর্তন, অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংস্কারে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।