মহাশূন্যের চিনি হয়তো পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটিয়ে থাকতে পারে

জাপানি গবেষকরা জানিয়েছেন যে, উল্কাপিণ্ডের মধ্যে আটকে থাকা চিনি তারা খুঁজে পেয়েছেন।

তোহোকু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইয়োশিহিরো ফুরুকাওয়া’র নেতৃত্বাধীন একটি দল অস্ট্রেলিয়া থেকে পাওয়া একটি সহ তিনটি উল্কাপিণ্ডের টুকরো বিশ্লেষণ করে।

গবেষকরা বলছেন, তারা এই উদ্দেশ্যে উদ্ভাবন করা একটি পদ্ধতি ব্যবহার করে দু’টি উল্কাপিণ্ডের টুকরোর মধ্যে রাইবোজ এবং অন্য ধরনের চিনি শনাক্ত করতে সফল হন।

রাইবোজ হচ্ছে আর,এন,এ,-র একটি উপাদান। আর এই আর,এন,এ, হচ্ছে ডি,এন,এ, থেকে নির্দেশ বহন করা অণুর এক চেইন।

গবেষকরা এও বলছেন, তারা এর কার্বন আইসোটোপের অনুপাত থেকে এটা নিশ্চিত করেন যে, এই চিনির উৎস হচ্ছে মহাশূন্য।

দলটির ধারণা, এই চিনি উল্কাপিণ্ডগুলোর মূল গ্রহাণুতে রাসায়নিকভাবে ৪০০ কোটি বছরেরও বেশি আগে গঠিত হয়েছিল।

বিজ্ঞানীরা এর আগে মহাশূন্যে সাধারণ অ্যামিনো এসিড শনাক্ত করেছেন, তবে চিনি কখনও শনাক্ত করেননি।

ফুরুকাওয়া বলছেন, এইসব উল্কাপিণ্ডের বহন করা রাইবোজ হয়তো পৃথিবীতে জীবন সৃষ্টিতে সাহায্য করে থাকতে পারে।