অক্টোবার মাসে জাপানের উৎপাদক মূল্য সূচক হ্রাস পেয়েছে
ব্যাংক অব জাপান বা বিওজে অক্টোবার মাস থেকে ভোগ্য পণ্যের উপর কর বৃদ্ধির কী ধরনের প্রভাব মূল্যের উপর পড়েছে সে বিষয়ে প্রথমবারের মত আভাস দিয়েছে। সংখ্যাগুলো দেখে মনে হচ্ছে যে করবৃদ্ধির উর্ধ্বমুখী প্রভাব সত্ত্বেও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কারণের জন্য সার্বিক ঋণ কম পরিমাণে পরিশোধ করছে।
উৎপাদক মূল্য সূচক কারখানায় পণ্য সামগ্রীর মূল্য পরিমাপ করে থাকে। অক্টোবার মাসে এক বছর আগের তুলনায় এই সূচকের মূল্য শূন্য দশমিক চার শতাংশ হ্রাস পেয়েছে। পরপর পাঁচ মাস ধরে সূচকের মূল্য হ্রাস পাচ্ছে।
তবে বিওজের কর্মকর্তারা বলেন যে করের পরিমাণ বৃদ্ধি করা না হলে এই সংখ্যা আরও ১ দশমিক ৯ শতাংশ কম হত। এর থেকে আভাস পাওয়া যাচ্ছে যে কর বৃদ্ধি আসলেই তাৎপর্যপূর্ণ উর্ধ্বমুখী প্রভাব ফেলেছে।
সার্বিক নেতিবাচক ফলাফলের কারণ হল অপরিশোধিত তেলের চাহিদা হ্রাস। মার্কিন-চীন বাণিজ্য সংঘাতের কারণে চীনের প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়ায় এই চাহিদা হ্রাস পায়।
ব্যাংক অব জাপানের কর্মকর্তারা বলছেন আগামী মাসগুলোতেও তাঁরা যত্ন সহকারে কর বৃদ্ধির প্রভাবের উপর নজর রাখবেন।