জাপান জুড়ে তাণ্ডব সৃষ্টিকারী তাইফুন হাগিবিস আঘাত হানার ১ মাস
জাপানের অনেক অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা তাইফুন হাগিবিস আঘাত হানার এক মাস পূর্ণ হয়েছে। কয়েক দশকে দেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে অন্যতম এই ঝড়ে ৯১ জনের মৃত্যুর পাশাপাশি ৪ ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন।
সোমবার ভূমি ও অবকাঠামো মন্ত্রণালয়ের কর্মকর্তারা হাগিবিসের ক্ষয়ক্ষতির ব্যাপ্তি হালনাগাদ করে নিয়েছেন।
প্রায় ৩শ নদী তীর উপচে প্রবাহিত হয় এবং অন্ততপক্ষে ২৫ হাজার হেক্টর ভূমি প্লাবিত হয়।
পূর্ব ও উত্তর জাপানে নদী তীরের অনেক বাঁধও ভেঙ্গে যায়।
কর্মকর্তারা ৮শ ৮০টিরও বেশি ভূমিধ্বস এবং কাদা-স্রোতের ঘটনা নিশ্চিত করেছেন যা ১৯৮২ সাল থেকে রাখা রেকর্ডের সর্বোচ্চ সংখ্যা।
সরকারের পরবর্তী পদক্ষেপগুলোর মধ্যে নিজেদের দুর্যোগ প্রতিরোধ নীতির পুনর্বিবেচনাও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, সাম্প্রতিক ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে কর্মকর্তারা চলমান অবকাঠামো পদক্ষেপগুলোও পুনরায় যাচাই করে দেখবেন।