স্যাক্সোফোন প্রতিযোগিতায় জাপানীদের শীর্ষ পুরষ্কার লাভ
জাপানী দুজন স্যাক্সোফোন বাদক, বেলজিয়ামে অনুষ্ঠিত একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় শীর্ষ পুরষ্কার লাভ করেছেন।
বেলজিয়ামের দিনান্ত শহরে প্রতি চার বছর অন্তর অ্যাডলফ স্যাক্স আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য শহরটি, স্যাক্সোফোনের উদ্ভাবক অ্যাডলফ স্যাক্সের জন্মস্থান। চলতি বছর, ১৯টি দেশের প্রায় ১শ জন বাদক প্রতিদ্বন্ধিতায় অবতীর্ণ হন।
গত শুক্র ও শনিবার অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায়, ২৭ বছর বয়সী কেনতা সাইতো শীর্ষ এবং ৩০ বছর বয়সী রুই ওযাওয়া ২য় স্থান লাভ করেন।
সাইতো, সেনযোকু গাকুয়েন সঙ্গীত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর টোকিও চারুকলা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
সাইতো, এই প্রতিযোগিতায় জয়লাভের আনন্দ প্রকাশের ভাষা নেই বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, এটা হচ্ছে প্রতিযোগিতাটিতে জাপানীদের শীর্ষ ও ২য় স্থান দখলের প্রথম ঘটনা।