জিসোমিয়া নবায়নে দক্ষিণ কোরিয়াকে আহ্বান জানাবেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এস্‌পার দক্ষিণ কোরিয়াকে জাপানের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি ক’রে নেওয়ার চুক্তি এমাসে পরের দিকে নবায়ন না করার সিদ্ধান্তটি পুনরবিবেচনা করতে আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে।

পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন প্রতিরক্ষা মন্ত্রী সওলে দক্ষিণ কোরীয় প্রতিরক্ষা মন্ত্রী চিওন গিয়োন দোও’র সঙ্গে বৈঠকে এই চুক্তির বিষয়ে আলোচনা করবেন।

হফম্যান বলেন আগামী বুধবার থেকে প্রতিরক্ষা মন্ত্রী এশিয়ার চারটি দেশ দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ও ভিয়েতনাম সফর শুরু করবেন। সেসময় চুক্তি সংক্রান্ত বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন।

হফম্যান মার্কিন নীতি অবস্থানের পুনরুল্লেখ করে বলেন উত্তর কোরিয়া ও চীনকে মোকাবেলার জন্য জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যে ত্রিপক্ষীয় সহযোগিতা সেটি ক্ষতিগ্রস্ত হবে যদি ২৩শে নভেম্বর চুক্তিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়।

গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে নেওয়ার জন্য সংক্ষেপে জিসোমিয়া নামে পরিচিত এই চুক্তির পূর্ণরূপ হোল জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা সামরিক তথ্যের সাধারণ নিরাপত্তা সংক্রান্ত চুক্তি।

থাইল্যান্ডে এসপার, চিওন এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রী তারো কোনো’র মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তুতিও চলছে।