পরিচালনা লোকসান সম্পর্কে জানিয়েছে সফট ব্যাংক গ্রুপ
জাপানের আই টি ব্যবসা প্রতিষ্ঠান সফট ব্যাংক গ্রুপ ২০১৯ অর্থ বছরের প্রথমার্ধে ১৪ কোটি মার্কিন ডলারের বেশি পরিচালনা লোকসানের ঘোষণা দিয়েছে। এটা হচ্ছে ১৫ বছরের মধ্যে প্রথমবারের মত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে কোম্পানির এরকম লোকসান।
গ্রুপের নিট মুনাফা এক বছর আগের চাইতে অর্ধেক, প্রায় ৩৮০ কোটি ডলারে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের কাজের জায়গা ভাগাভাগি করে নেয়ার সেবা প্রদানকারী কোম্পানি উই ওয়ার্কের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে আসার পর প্রধানত গ্রুপের পরিচালিত একটি ফান্ডের হওয়া ব্যাপক লোকসান এই খারাপ ফলাফলের কারণ।
গ্রুপটি এছাড়া ৯ হাজার কোটি ডলার মূল্যের একটি তহবিল গঠন করে বিনিয়োগ কোম্পানিতেও এর উপস্থিতি বৃদ্ধি করে চলেছিল। এপ্রিল-জুন ত্রৈমাসিকে গ্রুপ ১হাজার কোটি ডলারের মত নিট মুনাফা অর্জন করেছিল।