জাপানের স্কুলের শিশুরা ক্ষীণ দৃষ্টিসম্পন্ন হয়ে যাচ্ছে
জাপানের গবেষকরা জানিয়েছেন যে প্রায় ১০ শতাংশ জুনিয়র হাই স্কুল শিক্ষার্থীরা সম্ভবত মারাত্মক ক্ষীণদৃষ্টিশক্তি সমস্যায় ভুগছেন যাকে উচ্চ মাইয়োপিয়া বলা হয়।
কেইও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক টোকিও’র প্রাথমিক এবং জুনিয়র হাই স্কুলের ১,৪১৬ শিক্ষার্থীর মধ্যে জরিপ চালান।
গবেষকরা দেখেন যে ৭৬.৫ শতাংশ প্রাথমিক এবং ৯৪.৯ শতাংশ জুনিয়র হাই স্কুল শিক্ষার্থী ক্ষীণদৃষ্টিশক্তিসম্পন্ন।
জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে ৯.৯ শতাংশ উচ্চ মাইয়োপিয়ায় ভুগছেন এবং ১৭ সেন্টিমিটারের বেশি দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পারেন না।
উচ্চ মাইয়োপিয়ায় রেটিনার সংযোগ নষ্ট হবার উচ্চ ঝুঁকি রয়েছে এবং রোগটি দৃষ্টিহীনতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
গবেষকরা বলছেন বহির্কার্যক্রমে শিশুদের অংশগ্রহণ কমে যাওয়ার কারণে ক্ষীণ দৃষ্টিশক্তিসম্পন্নদের সংখ্যা বাড়ছে।
বিশেষজ্ঞরা অনুমান করছেন যে সম্ভবত ২০৫০ সালের মধ্যে ৪৮০ কোটি লোক ক্ষীণদৃষ্টির সমস্যায় এবং ৯৪ কোটি লোক উচ্চ মাইয়োপিয়ায় ভুগবেন।
এ ফলাফলে ওয়ার্ল্ড হেলথ অরগ্যানাইজেশন উদ্বেগ প্রকাশ করেছে।
গবেষণা দলের প্রধান অধ্যাপক কাযুও ৎসুবোতা বলেন এটি রাষ্ট্রের দৃষ্টি দেয়ার মত গুরুত্বপূর্ণ বিষয়।