শিযুওকাতে দাইদোওগেই বিশ্বকাপ আরম্ভ
জাপানের মধ্যাঞ্চলীয় শিযুওকা জেলায়, সড়কে কলা কৌশল প্রদর্শনের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা চলমান থাকায় পুরো শহরটি শিল্পীদের মঞ্চে পরিণত হয়েছে।
গতকাল, শহরটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৩৯টি মঞ্চে বার্ষিক দাইদোওগেই বিশ্বকাপ প্রতিযোগিতা আরম্ভ হয়। উল্লেখ্য, জাপানী দাইদোওগেই শব্দের অর্থ হচ্ছে সড়কে বিভিন্ন কলা কৌশল প্রদর্শন।
২৮তম চারদিনের এই প্রতিযোগিতায়, জাপান এবং সারাবিশ্ব থেকে ৮০র বেশী ব্যক্তি ও দল অংশগ্রহণ করছে।
গতকাল একটি পার্কে ফিনল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তিনজনের একটি দল, আড়াআড়িভাবে থাকা রশিগুলোকে নিজেদের শরীরের অংশের মত করে দক্ষতার সঙ্গে শূন্যে নৃত্য প্রদর্শন করেন।
কানাডা এবং ফ্রান্সের চারজনের একটি দল, নিজেদের শরীর মুচড়িয়ে রশি টপকে যাওয়া দৃশ্যটি দর্শকদের ব্যাপক করতালি পায়।
শিল্পীদের বিশ্ব পর্যায়ের কলা কৌশল প্রদর্শিত হওয়া উৎসবটি আগামী সোমবার পর্যন্ত চলবে।